এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৩ মার্চ : বলিউড তারকা সানি লিওন বাংলাদেশ যাওয়ার বেজায় চটেছে সে দেশের ইসলামী ঐক্যজোট । অবিলম্বে তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যাবস্থা না করা হলে পরিস্থিতি খারাপ হবে বলে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে কট্টর ইসলামপন্থী ওই সংগঠন । শনিবার রাতে ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক প্রেস বিবৃতিতে বলেন, ‘শুক্রবার সরকারের একজন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে, তথ্য গোপন করে আবেদন করায় নাকি সানি লিওনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে । কিন্তু তার পরে ২৪ ঘণ্টা না পেরোতেই চরিত্র ধ্বংসকারী বিতর্কিত এই তারকা কীভাবে ঢাকায় প্রবেশ করল, তা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত এ দেশের ধর্মপ্রাণ মানুষ জানতে চায় ।’ সেই সঙ্গে তাঁরা বলেন,’দেশে বিতর্কিত সানি লিওন আসায় ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বিগ্ন। আমরা তার সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ে তাকে বিদায় করার দাবি জানাচ্ছি । অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে, এর দায় যারা তাকে এনেছে তাদেরকেই নিতে হবে ।’
সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার শ্যুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের । তার জন্য অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে । নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতিও পেয়েছিলেন সানি লিওন । ২ মার্চ নোটিফিকেশন জারি করে বিষয়টি জানানোও হয়েছিল । কিন্তু পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় । এরপর
শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে সানি লিওন ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে জানান, তিনি এখন বাংলাদেশে । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেন- ‘সুন্দর এ দেশে এসে আমি অনেক খুশি ।’
কিন্তু তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে আপ্লুত হলেও সে দেশে তাঁর উপস্থিতি বিন্দুমাত্র মেনে নিতে পারছেনা ইসলামি সংগঠনগুলি । তবে এই প্রথম নয়,এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবারে ইসলামিক সংগঠনগুলোর বাধার কারনে ভয়ে তাঁকে দেশে আসার অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার ।।