এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ মে : ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরষ্কার দেওয়া হল বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে । কালজয়ী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত ছবি ‘ও অভাগী’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয় তাকে । ‘ও অভাগী’ ছবিটির পরিচালক অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজক ডঃ প্রবীর ভৌমিক । ছবিতে নাম ভূমিকাতেই অভিনয় করেছেন মিথিলা । তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ১৪তম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় ।
এই পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মিথিলা । ভারতীয় বলেন, ‘আমি খুব খুশি পুরস্কার পেয়ে। আমার গোটা টিমকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই।’ প্রযোজক প্রবীর ভৌমিক বলেন,’মিথিলার এই পুরস্কারটি প্রাপ্য ছিল। ও এই পুরস্কারের জন্য যোগ্য।’।