এইদিন বিনোদন ডেস্ক,০৬ ফেব্রুয়ারী : রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ডিবি হেফাজতে শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে তেলেবেগুনে জ্বলে ওঠে কট্টর ইসলামি মৌলবাদীরা । তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভ উগরে দিচ্ছিল । এরই মাঝে স্থানীয় তথাকথিত ছাত্র-জনতার নামে ইসলামি জঙ্গিরা অভিনেত্রীর পরিবারের সঙ্গে আওয়ামী লীগের যোগ থাকার কথা বলে তার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশে বর্তমানে কার্যত চুড়ান্ত নৈরাজ্যের পরিশের সৃষ্টি হয়েছে । তারই মাঝে গ্রেফতার করা হয়েছে এই অভিনেত্রীকে ।।