এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ আগস্ট : প্রতিবেশী ইসলামি রাষ্ট্র বাংলাদেশে এখন চরম নৈরাজ্য চলছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর ঢাকায় তার বাসভবনে হামলা চালিয়েছে জামাত-এ- ইসলামির জঙ্গিরা । হাসিনার ভবনে ব্যাপক লুটপাট চালিয়েছে তারা । আসবাবপত্র,পশুপাখি থেকে শুরু করে মহিলাদের শাড়ি ও ব্রা পর্যন্ত লুট করে নেওয়া হয়েছে । পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক হামলা চলছে বলে অভিযোগ উঠছে । ইতিমধ্যে বেশ কয়েকজন হিন্দু খুনও হয়েছে বলে দাবি করা হচ্ছে । হিন্দুদের ঘরবাড়ি, মন্দিরে হামলার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । যদিও সেই সমস্ত ভিডিওর সত্যতা এইদিন-এর পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি । এদিকে বাংলাদেশের হিন্দুদের উপর হামলার ঘটনায় ভারতের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার রাজ্যের সবাইকে ‘শান্ত থাকার’ বার্তা দিয়েছেন । তাঁর কথায়,’আমাদের বাংলায় কেউ যেন কোনও উত্তেজনা না করায়। উত্তেজনায় পা না দেয়। বিষয়টা ভারত সরকারের অধীনে। ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব।’ সেই সাথে তিনি বলেছেন,’সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। বিজেপি নেতাদেরও বলছি, এমন কিছু পোস্ট করবেন না। অনেক বিজেপি নেতা এর মধ্যেই পোস্ট করেছেন। আমি বলব, হিংসা বা প্ররোচনা ছড়াবেন না কেউ ।’
পাশাপাশি রাজ্য পুলিশের (West Bengal Police) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে রাজ্যবাসীর কাছে একই বার্তা দিয়ে লেখা হয়েছে,’প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনওরকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না।রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।’
এদিকে রাজ্য পুলিশের এই পোস্টে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন । এভিআই (@avismith49)-এর প্রশ্ন হল,’এটা কি বলতে চাইছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর কোন অত্যাচার হচ্ছে না ?’ ওয়ার্ক ফ্রম হোম(@WHome83311) লিখেছেন, ‘আপনাদের খবরের মাধ্যমেই দেখছি, কি বলতে চাইছেন আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হয়নি ?’ হৃত্বিক ব্যানার্জি একজন বাংলাদেশি হিন্দুর ফেসবুক পেজে পোস্টের স্ক্রীন শর্ট শেয়ার করেছেন । যাতে ওই ব্যক্তির বাড়িতে হামলার কথা বলা হয়েছে ।
কাকন ঘোষ(মোদী কি পরিবার) লিখেছেন, ‘খোদ কলকাতায় আপনাদের নাকের ডগায় বাংলাদেশীরা মিছিল করেছে আজ । আপনারা কি করেছিলেন?’
একই কথা লিখেছেন সুশোভন রায় । তার বক্তব্য, ‘আজ কলকাতায় যে বিজয় উল্লাস মিছিল হলো সেটার পারমিশন দিয়েছিলেন কি? নাকি নজরে আসে নি?’ উত্তরে সব্যসাচী ঘোষ লিখেছেন,’সব দেখেও চোখ বন্ধ। তোষনের একটা লিমিট থাকে। পশ্চিমবঙ্গেও আমরা সংখ্যালঘু।’
মিঃ রয় একজন বাংলাদেশ অনুপ্রবেশকারীর বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন রাজ্য পুলিশের এক্স পোস্টের কমেন্ট সেকশনে । ওই অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে আধার কার্ড করে নিয়েছে বলে দাবি করা হয়েছে । মিঃ রয় প্রশ্ন তুলেছেন,’এই দেখুন – এরা আমার আপনার দেশে কি করে আসছে ।’ অবশ্য কেউ কেউ বাংলাদেশের হিন্দু মন্দিরের সুরক্ষায় মুসলিমদের রাত পাহাড়ার ছবি পোস্ট করে সম্প্রীতর বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন ।।