তোমার বিপুল আয়তনের কাছে
সমগ্র স্থলদেশ পরাজিত
অতলান্ত তুমি সুশীতল তুমি
তোমার স্নিগ্ধতার কাছে রোষের কাছে
উদারতার কাছে বিশ্ব হার মেনেছে বহু যুগ আগেই
এক তৃষ্ণার্ত মরু যাত্রী আমি
ঘুরে ঘুরে বেড়িয়েছি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে
কিন্তু এমন করে তোমার মত
পায়ের কাছে আছড়ে পড়তে কাউকে দেখেনি
এমন করে পা ছুঁয়ে প্রণাম করতে কাউকে দেখিনি
অতিথির এমন অভ্যর্থনা কোথাও পাই নি
এমন করে বারবার নিজেকে উজাড় করে
নত মস্তকে পা ধুয়ে আজ পর্যন্ত কেউ দেই নি
আজ অবসন্ন মন শরীর নিয়ে
যখন তোমার কাছে এসে দাঁড়িয়েছি
নির্নিমেষে পা ধুয়ে দিয়েছ
হতচকিত হলাম
অজান্তেই দুফোঁটা চোখের জল
তোমার বক্ষে বিলীন হয়ে গেল
লক্ষ লক্ষ মানুষ তোমার বিপুল টানে
জমিদার ফকির ভিখিরি
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলের চরণ ধুয়ে দিচ্ছ তুমি
চোখ বুজে দুদন্ড দাঁড়িয়ে থাকলাম
এক সুশীতল তরঙ্গ হৃদয় ছুঁয়ে বলে গেল
নত না হলে মানুষের হৃদয় ছোঁয়া যায় না
আর মানুষকে কাছে টানতে না পারলে
ব্যাপ্তি আসে না…