আবেগের রং ঠিক কি রকম হয়?
মনে হয় জলের মত
চোখের সামনে তোলপাড় করা সমুদ্র তাতে স্বচ্ছ দিঘির টলমলে জল যেখানে নেই কোন পূর্নিমা চাঁদের স্নিগ্ধতা আছে দিকভ্রান্ত নাবিকের উৎকণ্ঠা।
নয়তো আকাশের মত
তপ্ত দুপুরে ভবঘুরের নগ্ন পায়ের মত উদাসীন মেঘের কালিমায় সাজতে ব্যকুল দীর্ঘ প্রতীক্ষিত সাধকের মত স্তব্ধ বুকে হাজার জ্বলন্ত জ্যোতিষ্ক জ্বেলে দগ্ধতার স্বাদ নিচ্ছে সানন্দে। আবেদন নিবেদন সব শেষ করে ছুঁয়ে নিচ্ছে স্ফূর্তিতে কেঁদে নিচ্ছে হাসিমুখে বিহ্বল হচ্ছে মুহূর্তে যেন একটা ক্ষন তবু ক্ষনিকের নয় শতশত বছরের সমাপ্তি দেখে এসেছে ঘুরে।
সারা অঙ্গ জুড়ে বৈরাগ্য কেমন একটা ধূসর বিষন্নতা, বেরঙিন।।