এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১১ জুন : আজ রবিবার লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর ফাইনালে ভারতকে ২০৯ রানে পরাজিত করে খেতাব অর্জন করেছে অস্ট্রেলিয়া । শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৮০ রান । কিন্তু ভারত ৬৩.৩ ওভারে ২৩৪ রানে আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়ার কাছে । একমাত্র মোহাম্মদ শামি ৮ বলে ১৩ রানের স্কোর নিয়ে শেষ খেলোয়াড় হিসেবে উইকেটে দাঁড়িয়েছিলেন । এক ওভারে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড সেট ব্যাটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে আউট করার সাথে সাথে পুরো খেলার মোড় বদলে দেয় । এনিয়ে ভারত টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের সম্মুখীন হল । দুই বছর আগে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত ।
বিরাট কোহলি ও রাহানে উইকেট হারানোয় ভারতের শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায় । কোহলি ও রাহানে যথাক্রমে ৪৯ ও ৪৬ রান করে আউট হন। শ্রীকর ভরতের ২৩ ছাড়া অন্য কোনও খেলোয়াড় দু’অঙ্ক পার করতে পারেননি। এর ফলে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া । ওভারের শেষ বলে বোল্যান্ডের ইন-সুইং ডেলিভারিতে পড়ে যান জাদেজা। জাদেজার কাছে শট দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু তিনি খোঁচা দিতে গিয়ে অ্যালেক্স কেরির গ্লাভসে ধরা পড়েন ।
অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুর আবারও একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন । কিন্তু রাহানে মিচেল স্টার্কের বলে উইকেট হারিয়ে ফেলায় তাদের মরিয়া পাল্টা আক্রমণের অবসান ঘটে । তার আউট হওয়া কোহলির মতোই ছিল, একটি অপ্রয়োজনীয় শট নিতে গিয়ে আউট হন রাহানে । রাহানে ১০৮ বল খেলে ৪৬ রানে আউট হন । পরের নাথান লায়নের ওভারে পাঁচ বলে এক রানও সংগ্রহ করতে পারেনি ভারত । উমেশ যাদব ও কেএস ভরত কয়েক ওভার টিকে যান ।
কিন্তু উমেশের কাছে স্টার্কের মারাত্মক পেস বোলিং আক্রমণের মোকাবিলা করার কোনো উত্তর ছিল না। ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান যাদব ।
অনিবার্য পরাজয়ের মুখে মহম্মদ শামি পরপর দুটি বাউন্ডারি তুলে দর্শকদের কিছুটা বিনোদন দেন । সিরাজ রিভার্স সুইপ শটে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সোজা বোল্যান্ডের হাতে ধরা পড়েন ।
এর আগে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের বিপরীতে ২৯৬ রানে গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে ২৭০ রান করে অস্ট্রেলিয়া । এতে ভারতের জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্য ছিল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভিস হেড ১৬৩ এবং স্টিভ স্মিথ ১২১ ন করেন এবং দ্বিতীয় ইনিংসে অ্যালেসিয়া কেরি ৬৬ রান করেন ।
অস্ট্রেলিয়া প্রথম পুরুষ দল হিসেবে আইসিসির সব চেয়ে বেশি শিরোপা জিতেছে। অসিরা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে। ২০০৬ এবং ২০০৯ সালে টানা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা । সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে । অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া ।।