এইদিন ওয়েবডেস্ক,ওয়াজিরিস্তান,১১ জুন : উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ অঞ্চলে পাকিস্তানি সৈন্য এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ফলে ৩ জন সেনা প্রাণ হারিয়েছে বলে পাকিস্তানি মিডিয়া জানিয়েছে । শুক্রবার রাতে দু’পক্ষের মধ্যে লড়াইটি হয় । মৃত সেনা জওয়ানদের নাম এম জামান,আসগর আলি এবং নাসিম । পাকিস্তানি সেনা কর্মকর্তাদের মতে, এই যুদ্ধে তিন পাকিস্তানি তালেবান নিহত এবং চারজন আহত হয়েছে । পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে,’পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ ।’ প্রসঙ্গত,এর আগেও উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবান এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
ইসলামাবাদের পাকিস্তান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এক প্রতিবেদনে বলেছে যে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানে, বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তানে সহিংসতা বেড়েছে । পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কাবুলে তালেবানকে দুই দেশের সীমান্ত থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যোদ্ধাদের আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে বলেছেন বলে সূত্রের খবর ।।