এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৯ মার্চ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে (Roman Abramovich) বিষ প্রয়োগ করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল । আব্রামোভিচ পশ্চিমি দেশের নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবেরদের মধ্যে অন্যতম । কিয়েভে চলতি মাসের ৩ ও ৪ তারিখে রাতে বৈঠকের পর আব্রামোভিচের শরীরের বিষ প্রয়োগ জনিত অসুস্থতার কিছু লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণের মধ্যে ছিল চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং শরীরে অবিরাম ব্যথা । এমনকি কয়েক ঘন্টার জন্য তিনি দৃষ্টি শক্তিও হারিয়ে ফেলেছিলেন । তিনি ছাড়াও ইউক্রেনীয় আইন প্রণেতা রুস্তেম উমেরভসহ বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বিষ প্রয়োগে আক্রান্ত হয়েছেন বলে খবর ।
রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ । তারপর থেকে যুদ্ধ বন্ধ করতে তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । আর তাঁর এই প্রচেষ্টাকে ভালো চোখে দেখছে না মস্কোর কট্টরপন্থীরা । তাঁরাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের রাসায়নিক প্রয়োগ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল বলে আশঙ্কা করা হচ্ছে । তবে সূত্রের খবর, আব্রামোভিচ এখন সুস্থ আছেন এবং যুদ্ধ বন্ধে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন ।।