এইদিন ওয়েবডেস্ক,১৩ জুলাই : সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নেতা মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে দক্ষিণ গাজায় মারাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী । এই হামলায় প্রায় ২০ জন নিহত এবং ১২০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে । ইসরায়েলের আর্মি রেডিও আজ শনিবার জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যান্য প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আজ সকালে দক্ষিণ গাজায় সক্রিয় সন্ত্রাসীদের উপর আইডিএফ হামলা শুরু করেছে । গত কয়েক ঘণ্টায়, ইসরায়েলের বিমান বাহিনী খান ইউনিস এলাকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ভারী বোমা ফেলেছে । পাশাপাশি স্থল বাহিনী ওই এলাকায় কৌশলগত অভিযান শুরু করেছে । সেই হামলায় প্রায় ২০ জনের মৃত্যু এবং ১২০ জনেরও বেশি আহত হওয়ার দাবি করেছে হামাস ।
পরে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্র-চালিত মিডিয়া আউটলেট, ওয়াফা জানায় যে আল-মাওয়াসি এলাকায় আইডিএফ বোমা হামলার ফলে ৫০ জনেরও বেশি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
হামাস পরিচালিত গাজা থেকে জারি করা বিবৃতিতে বলা হয়,’খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্পে বোমাবর্ষণ করে ইসরায়েলি দখলদার বাহিনী একটি বড় হত্যাযজ্ঞ চালায়। ভয়াবহ গণহত্যায় সিভিল ইমার্জেন্সি সার্ভিসের সদস্যসহ ১০০ জনেরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছে।’ রয়টার্সের খবর অনুযায়ী, আইডিএফ বলেছে যে তারা খান ইউনিসের কাছে ডজন খানেক নিহত হওয়ার খবর খতিয়ে দেখবে। আইডিএফ এখনও ওই এলাকায় অপারেশনাল কার্যকলাপ নিশ্চিত করেনি।।