এইদিন ওয়েবডেস্ক,সোয়েটো(দক্ষিণ আফ্রিকা),১০ জুলাই : শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় পর পর দু’জায়গায় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে । একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি বারে । অন্যটি সোয়েটো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পিটারমারিটজবার্গের একটি সরাইখানায় এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা ।
জোহানেসবার্গের উপকণ্ঠে রয়েছে অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে নামে ওই বারটি । রবিবার পুলিশ জানায়, শনিবার গভীর রাতে একদল লোক একটি মিনিবাসে এসে বারে ঢুকে মানুষের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । পুলিশ লেফটেন্যান্ট ইলিয়াস মাওয়েলা বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই । ততক্ষণে ১২ জন নিহত হয় । আহত অবস্থায় আরও ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে দুজন মারা যান, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।’ আহত ৯ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় হানি বড়গওয়ানাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান ।
তার আগে সন্ধ্যা ৮ টার দিকে পিটারমারিটজবার্গের ওই সরাইখানায় এলাপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে । সেখানে ৪ জন নিহত এবং ৮ জন আহত হন।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুটো ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করার কোনো কারণ নেই।তবে হামলার সঙ্গে কতজন জড়িত এবং তাদের উদ্দেশ্য কী সেটা স্পষ্ট নয় বলেও জানিয়েছে পুলিশ ।।
ছবি : সৌজন্যে সিএনএন ওয়ার্ল্ড ।