শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৩ আগস্ট : এসইউসিআইয়ের(SUCI) শ্রমিক সংগঠন এআইইউটিইউসি (All India United Trade Union Centre)-এর ডাকে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের আশাকর্মীরাও বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন । মঙ্গলবার মন্তেশ্বরের বিএমওএইচের হাতে ১৩ দফা দাবি সম্বলিত একটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছিল সংগঠনের তরফ থেকে । এদিন মন্তেশ্বরের শতাধিক আশাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন । মন্তেশ্বর হাসপাতাল থেকে মিছিল শুরু হয়ে বিডিও অফিসে আসে । তারপর সেখান থেকে মন্তেশ্বর বাসষ্ট্যান্ড ও কামারশাল মোড় হয়ে ফের হাসপাতালে এসে মিছিল শেষ হয় ।
এআইইউটিইউসি-এর সদস্যা তথা আশাকর্মী কাকলী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিগত দু’বছর ধরে উৎসাহ ভাতা ৮ ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে । তাতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে । এদিকে মেলাতে খেলাতে সব জায়গায় আশাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে । তার জন্য আমরা অতিরিক্ত ভাতা পাচ্ছি না । ফলে স্বল্প বেতনের মধ্যে আমাদের জীবন চালানোই কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।’ তিনি আশাকর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি প্রতিমাসে উৎসাহ ভাতা দেওয়ার দাবি জানান ।।