এইদিন ওয়েবডেস্ক,১৭ জুলাই : একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভয়ঙ্কর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে একটি বিমান দাউদাউ করে জ্বলছে । বিমানটি দ্রুত আকাশ থেকে মাটির দিকে নেমে আসছে । মাটিতে আছাড় খেতেই ঘটল ভয়াবহ বিস্ফোরণ । জানা গেছে, দূর্ঘটনার কবলে পড়া বিমানটি ইউক্রেনীয় কোম্পানির আন্তোনোভ এ-১২ বিমান । সেটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল । তথ্য অনুযায়ী, বিমানটিতে প্রায় আটজন আরোহী ছিলেন । কিন্তু গ্রিসের কাভালা শহরের কাছে আসতেই বিমানটি দূর্ঘটনার কবলে পড়ে ।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানের পাইলট জরুরি অবতরণ করতে চেয়েছিলেন । কিন্তু অবতরণের সংকেত দিলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি সিগন্যাল হারিয়ে ফেলে । দুর্ঘটনার পর দমকলের ইঞ্জিন ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় । তবে তাঁরা বিমানের যাত্রীরা জীবিত না মৃত এবং বিমানটিতে কী ধরনের মালাপত্র বোঝাই করা হয়েছিল সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি ।।