এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জুলাই : এসএসসির নিয়োগ দূর্নীতিতে এই প্রথম তৃণমূল কংগ্রেসের কোনো বড় মাপের নেতা গ্রেফতার হলেন । শনিবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল । পার্থবাবুর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটি রোডের ফ্লাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা নগদ এবং ৫০ লক্ষ টাকার গহনা । কিন্তু এই সব কিছুকে ‘হিমশৈলের চূড়া’ বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অবশেষে বিজেপির করা অভিযোগ সত্য বলে প্রমাণিত হচ্ছে। যারা এতদিন পশ্চিমবঙ্গের মানুষের বাঙালি আবেগকে কাজে লাগিয়ে, সাধারণ মানুষের চোখে কালো কাপড় বেধে রেখে তাদের কোটি কোটি টাকা ও রক্ত শোষণ করেছেন, তাদের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে চাকরি দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান ক্যাবিনেট মিনিস্টার চাকরি দুর্নীতির টাকা তোলার অভিযোগে গ্রেফতার, সারা ভারতের সামনে বাঙালির মাথা হেট করলো তৃণমূল। এখনও কিভাবে উনি তার চেয়ারে বহাল আছেন ?
এটি হিমশৈলের চূড়া মাত্র। পুরো বরফের স্তুপ মানুষের সামনে এলে একজন চোরও বাইরে থাকবে না। যারা চোরেদের জন্য চিন্তিত, তাদের অনেকে আগে রোদ ঝড় বৃষ্টিতে প্রায় ৫০০দিন ধরে রাস্তায় অনশন আন্দোলনরত অসহায় চাকরি প্রার্থীদের কথা ভাবা উচিত ছিল।’
পাশাপাশি শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না।
যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে। মহামান্য হাইকোর্ট কে আমার কৃতজ্ঞতা জানাই।আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে ।’।