এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ মে : দীর্ঘ টালবাহানার পর অবশেষে গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বৃহস্পতিবার সকাল ৯ টা ৫০ মিনিট নাগাদ তিনি কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে এসে পৌঁছন । সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা অনুব্রতকে কি কি প্রশ্ন করেছে তা জানা যায়নি । তবে গুরুপাচার মামলার রহস্যভেদ এবার সহজ হবে বলে মনে করা হচ্ছে । অন্যদিকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য ২ ঘন্টার আল্টিমেটাম দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ । মেয়ে অঙ্কিতা অধিকারীকে আইন বহির্ভূতভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরেশবাবুর বিরুদ্ধে ।
প্রসঙ্গত,গরু পাচার মামলায় জেরার জন্য অনুব্রত মণ্ডলকে একাধিকবার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই । গত ৬ এপ্রিল তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল । কিন্তু তিনি ওইদিন সকালে কলকাতায় নিজের বাসভবন থেকে বেড়িয়ে নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেএমে ভর্তি হয়ে যান । টানা ১৭ দিন ওই হাসপাতালেই ছিলেন অনুব্রত । তারপর হাসপাতাল থেকে ছেড়ে দিলে চিনার পার্কের ফ্ল্যাটে চলে যান । এযাবৎ তিনি সেখানেই ছিলেন । শেষে গরুপাচার মামলায় সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে খবর । এদিন তিনি সিবিআইয়ের মুখোমুখি হলেন ।
অন্যদিকে এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর । অভিযোগ, তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় না থাকা সত্ত্বেও কারচুপি করে নাম তুলে দেওয়া হয়েছিল । ২০১৮ সালে শিক্ষিকার চাকরি পান অঙ্কিতা । সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল । কিন্তু তিনি আদালতের নির্দেশ অমান্য করে নিজাম প্যালেস মুখো হননি । মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয় । এদিন এই মামলার শুনানি হয় । বিকেল সাড়ে তিনটের মধ্যে হাজিরা দেওয়ার জন্য পরেশ অধিকারীকে নোটিশ পাঠানোর জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বুধবার তাঁকে টানা সাড়ে ৩ ঘণ্টা তাঁকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।।