দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর : তখন এটিএমের ভিতরে কেউ নেই । টাকা তুলতে গিয়ে দেখেন এটিএম মেশিনে আটকে রয়েছে এক গোছা টাকা । সেটি গুনে দেখার পর সোজা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালেন এক যুবক । পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে যুবকের হায় থেকে সেই টাকা ফেরত নিয়ে গেলেন আসল মালিক । এমনই সততার নজির সৃষ্টি করলেন কাটোয়ার সুদপুর গ্রামের বাসিন্দা আনিসুর শেখ নামে ওই যুবক ।
আনিসুর জানিয়েছেন,সোমবার সকালে তিনি কাটোয়া দমকল অফিসের সামনে একটি রাস্ট্রায়ত্ব ব্যঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন । মেশিনে কার্ড ঢোকাতে গিয়ে তাঁর নজরে পড়ে টাকা বের হওয়ার মুখে আটকে রয়েছে এক গোছা ৫০০ টাকার নোট । টাকাগুলি হাতে নিয়ে গুনে দেখেন ১০ টি নোট রয়েছে । এরপর নিজের কার্ড থেকে টাকা তোলার পর সোজা কাটোয়া থানায় গিয়ে ঘটনার কথা বলেন।
জানা গেছে,ওই যুবকের কাছ থেকে ঘটনার কথা শোনার পর টাকার আসল মালিককে খুঁজে বের করার দায়িত্ব বর্তায় কাটোয়া থানার এসআই স্নেহাশীষ চৌধুরীর উপর । তিনি ওই রাস্ট্রায়ত্ব ব্যঙ্কের শাখার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন আনিসুর শেখের আগে মুর্শিদাবাদ জেলার সালার থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা জনৈক রামকৃষ্ণ নন্দী নামে এক ব্যক্তি ওই এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন । তারপর রামকৃষ্ণবাবুর মোবাইলে ফোন করে তাঁকে দ্রুত কাটোয়া থানায় আসার জন্য বলেন স্নেহাশীষবাবু । খবর পেয়ে ওই ব্যক্তি থানায় এলে আনিসুর তাঁর হাতে ৫ হাজার টাকা তুলে দেন । রামকৃষ্ণবাবু জানিয়েছেন,তিনি তিন খেপে এটিএম থেকে ৫ হাজার টাকা তোলেন। কিন্তু শেষ বারে কার্ড ঢোকানোর পর টাকা নিতে ভুলে যান । শেষ পর্যন্ত সেই টাকা ফেরত পেয়ে তিনি আনিসুর শেখকে কৃতজ্ঞতা জানিয়েছেন ।।