এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৮ জুন : সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চাকা ফেটে গেল অ্যাম্বুলেন্সের । তারপর দ্রুত গতির অ্যাম্বুলেন্সটি ঢুকে পড়ল রাস্তার পাশে একটি দোকানে । শনিবার বিকেলে দূর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জ এলাকায় । দূর্ঘটনায় জখম হয়েছে রোগীসহ ৩ জন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাঁকুড়ার ওন্দা থানার পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা সাগর শিকারীকে সাপে কামড়ায় । তাঁকে অ্যাম্বুলেন্সে করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসছিলেন এক মহিলাসহ পরিবারের ৩ সদস্য । বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর প্রায় তিনশো মিটার আগে দ্রুতগামী ওই অ্যাম্বুলেন্সের সামনের একটি চাকা ফেটে যায় । এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা লটারির টিকিট বিক্রির একটি দোকানে । দোকানটি বন্ধ থাকায় প্রাণহানীর ঘটনা না ঘটলেও দোকানের সামনের টিনের চালা ও দোকানের সার্টার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় । এই দূর্ঘনায় সাপে কাটা রোগী এবং তাঁর সঙ্গে থাকা দুই আত্মীয়ের আঘাত লাগে । এরপর স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় । খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।।