এইদিন ওয়েবডেস্ক,কেশিয়ারি(পশ্চিম মেদিনীপুর),১৮ জুন : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিডিওর ডাকা বৈঠকে যোগ দিতে যাওয়া বিজেপি নেত্রীর উপর হামলার অভিযোগ উঠল । আক্রান্ত বিজেপি নেত্রীর নাম মৌমিতা সিংহ । তিনি কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা । আজ মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও ও কেশিয়ারি পঞ্চায়েতে সমিতির ডাকা মিটিংয়ের নোটিশের কপি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন । ভিডিওতে দেখা গেছে, অফিসের লবির মধ্যে নিস্তেজ অবস্থায় শুয়ে রয়েছেন বিজেপি নেত্রীর মৌমিতা সিংহ । সেই সময় দুই মহিলা ও একজন পুরুষ তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী । তিনি লিখেছেন,’এখন থেকে পশ্চিমবঙ্গে কি এভাবেই চলবে প্রশাসন? পঞ্চায়েত সমিতির এক নির্বাচিত সদস্যকে বৈঠকে আমন্ত্রণ জানানোর পরে প্রশাসনিক ভবনের মধ্যে হামলা! শ্রীমতী মৌমিতা সিংহ; পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ;অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন “স্থায়ী সমিতি”র একটি সাধারণ সভায় যোগদানের জন্য কেশিয়ারির বিডিও দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন । কিন্তু ব্লক মিটিং হলের ভিতরে টিএমসি সদস্যরা তাকে নির্মমভাবে আক্রমণ করেছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য কেশিয়ারির বিডিও এককভাবে দায়ী। নির্বাচিত সদস্যদের ব্লক অফিসে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তিনি নিরাপত্তা দিতে অক্ষম। বিরোধী সদস্যদের মারধর করার জন্য তিনি টিএমসি নেতাদের সাথে ষড়যন্ত্র করেছেন এমন ধারণা করা কি ভুল হবে? এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এটা শুধু গণতন্ত্রের উপর কলঙ্ক নয় বরং পশ্চিমবঙ্গের প্রশাসন ও শাসক দলের মধ্যে অশুভ আঁতাতের উদাহরণ।’
শুভেন্দু অধিকারীর দেওয়া নথি অনুযায়ী, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সাধারণ মিটিং-এর জন্য গত ১০ জুন একটি নোটিশ করা হয় । কেশিয়ারির বিডিও অফিসের মিটিং হলে আজ মঙ্গলবার সকলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল । মিটিং পরিচালনার দায়িত্বে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শিট । সভাপতি ছাড়াও অংশগ্রহণকারীদের তালিকায় নাম রয়েছেন, বিডিও শমীক ভর,সদস্য দেবেন হাঁসদা,কর্মাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী,কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস,কর্মাধ্যক্ষ লক্ষ্মীকান্ত নায়েক,কর্মাধ্যক্ষ গোলাপি নায়েক,কর্মাধ্যক্ষ বুলু খাটুয়া, কর্মাধ্যক্ষ গৌরি খাটুয়া,কর্মাধ্যক্ষ ভাগবত পায়রা, কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি,কর্মাধ্যক্ষ মল্লিকা নায়েক, বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ, জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি, ডেপুটি সেক্রেটারি কল্যান কুমার মিস্ত্রি, বিএলডিও প্রনবেন্দু চক্রবর্তী এবং আরডবলুপি জুনিয়র ইঞ্জিনিয়ার জামাল আহমেদের । নোটিশে স্বাক্ষর আছে ডেপুটি সেক্রেটারি কল্যান কুমার মিস্ত্রির । তবে বিরোধী দলনেত্রীর উপর কারা ও কখন হামলা করেছিল তা স্পষ্ট নিয়ে । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানাননি শুভেন্দু অধিকারী ।।