এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক ব্যক্তির গাড়িতে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামে । ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবদুল আলিম শেখের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে । তিনি জানিয়েছেন, তার স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে গ্রামের ২২২ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । যদিও তিনি পরাজিত হন । সেই আক্রোশেই তার উপার্জনের একমাত্র মাধ্যম ওই গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ তার । জানা গেছে,গাড়ির মধ্যে ছিল আলিমের আধার কার্ড,ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্লুবুক, ইনসিওরেন্স ও ট্যাক্স সহ যাবতীয় নথিপত্র । গাড়ির পাশাপাশি ওই সমস্ত নথিপত্রও ভস্মীভূত হয়ে গেছে । এদিকে ঘটনার পর খুশির ইদের দিনে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবারটি ।
জানা গেছে,ভাতার থানার বালসিডাঙ্গার মদিনা পাড়ায় বাড়ি আবদুল আলিম শেখের । তার বাড়িতে রয়েছেন স্ত্রী সাবিনা ইয়াসমিন বেগম ও তাদের তিন ছেলে । আলিম শেখের নিজস্ব একটি চারচাকার গাড়ি ছিল। ওই গাড়ি ভাড়া খাটিয়ে সেই উপার্জনেই মূলত চারজনের সংসারের খরচখরচা চলত । গাড়িটি নিজেই চালাতেন আলিম । ঘটনার বিবরণে জানা গেছে,বাড়ি পর্যন্ত গাড়ি ঢুকত না বলে এক প্রতিবেশী ব্যক্তির খামারবাড়িতে গাড়িটি রাতে রেখে দিতেন আবদুল আলিম শেখ । ভাতার-সামন্তী রোডের কিছুটা পাশেই রয়েছে খামারবাড়িটি । অনান্য দিনের মত রবিবার রাতেও আলিমের গাড়িটি সেখানে রাখা ছিল । রাত্রি প্রায় ১২.৩০ নাগাদ আলিমের এক পরিচিত গাড়ি চালক ভাড়া নিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন । আলিম শেখের গাড়িতে আগুন লাগার বিষয়টি প্রথমে ওই গাড়ি চালকের নজরে পড়ে । এরপর তিনি ফোন করে আলিমকে ঘটনার কথা জানান ।
জানা গেছে,ঘটনার কথা শোনার পর আলিম, তার স্ত্রী এবং তিন ছেলে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দেখতে পান তখন শুধু গাড়ির উপরিভাগ জ্বলছে । চারজন মিলে প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু তারা ব্যর্থ হলে চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন । এরপর প্রতিবেশীরা ছুটে এসে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন । তবে ততক্ষণে গোটা গাড়িতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে এবং সকলের চোখের সামনেই ভস্মীভূত হয়ে যায় গোটা গাড়িটি । এদিকে উপার্জনের একমাত্র মাধ্যম ওই গাড়িটি হারিয়ে কার্যত পথে বসেছে পরিবারটি । ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসীদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি এবং আলিম শেখের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক পুলিশ।।