এইদিন ওয়েবডেস্ক,বারাবনি(পশ্চিম বর্ধমান),০৫ ডিসেম্বর ঃ বিজেপির ‘আর নয় অন্যায়’ প্রতিবাদ মিছিল লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । বেশ কয়েকটি মোটর বাইকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ । শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার অন্তর্গত জামগ্রামে । এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ।
বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘোড়ুইয়ের অভিযোগ,’আর নয় অন্যায়’কে সামনে রেখে আজকে বারাবনীর জামগ্রামে মিছিল ও বাড়িবাড়ি প্রচারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম । কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই তৃণমূলের গুন্ডাবাহিনী বোমা-বন্দুক ও লাঠি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে । এই হামলায় আমাদের প্রায় ৭/৮জন কর্মী আহত হয়েছেন ।’
অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পালটা অভিযোগ এনেছেন বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় । তাঁর অভিযোগ,’গত কয়েকদিন ধরে আমাদের ‘দুয়ারে সরকার’ কর্মসুচী চলছে । আজকে জামগ্রাম পঞ্চায়েত ও পানুড়িয়া পঞ্চায়েতে এই কর্মসুচী ছিল। সেই সময় মিছিল করার নাম করে মানুষের উপর তান্ডব চালায় বিজেপি । ওরা বোমবাজীর সঙ্গে গুলিও চালিয়েছে । আমাদের দলের একজন কর্মীর গুলি লেগেছে । তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।’।