এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ জুন : পঞ্চায়েতের লাগানো গাছ কেটে পাচারের অভিযোগ উঠল । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-২ ব্লকের বিল্লেশ্বর পঞ্চায়েতের বারান্দা গ্রামের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এযাবৎ প্রায় ৫০ টি গাছ কাটা হয়েছে বলে অভিযোগ । তবে কে বা কারা এই গাছগুলি কেটে নিয়ে গেছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি বিল্লেশ্বর পঞ্চায়েত প্রধান কণিকা বৈরাগ্য । তিনি বলেন,’গাছ কাটার বিষয়টি জানতাম না । আমাদের না জানিয়ে ও বনদপ্তরের অনুমতি না নিয়েই গাছ কাটা হয়েছে । শুনলাম ওখানে হাইটেনশন লাইন যাচ্ছে, সেই কারনে তারাই গাছ কেটেছে । তবে এ ভাবে গাছ কাটা অপরাধ ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, খোঁজখবর নেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বিল্লেশ্বর পঞ্চায়েতের পক্ষ থেকে বারান্দা গ্রামের রাস্তার ধারে লাগানো সোনাঝুড়ি, ইউক্যালিপটাস প্রভৃতি গাছগুলি বিগত কয়েকদিন ধরে কেটে নেওয়া হচ্ছে । ইতিমধ্যে গাছের অনেক গুঁড়ি তুলে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয়দের সন্দেহ হওয়ায় খোঁজখবর নিতে শুরু করেন । তখন তাঁরা জানতে পারে পঞ্চায়েত থেকে ওই গাছগুলি কাটা হয়নি । এমনকি বনদপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা ।
এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি,ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক । পঞ্চায়েত প্রধান কণিকা বৈরাগ্য জানিয়েছে,এই বিষয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন ।।