এইদিন ওয়েবডেস্ক,বুরকিনা ফাসো,০৯ জুন : বিশ্বের অনান্য দেশগুলির মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলির স্বর্গরাজ্য বলে পরিচিত আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত রাষ্ট্র বুর্কিনা ফাসো(Burkina Faso) । এই দেশে দুই কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা(Al-Qaeda) এবং ইসলামিক স্টেট (ISIS) প্রবলভাবে সক্রিয় । নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করার ঘটনা বুর্কিনা ফাসোতে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে । দ্য স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই সন্ত্রাসবাদী সংগঠনের অত্যাচারে চলতি বছরের মে মাস পর্যন্ত আভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লক্ষ মানুষ । যা দেশটিকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পরিসংখ্যানের দিক থেকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল জনসংখ্যার দেশ করে তুলেছে ।
রিপোর্ট অনুযায়ী,বাস্তুচ্যুতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু । তারা নিজেদের ভিটেমাটি ছেড়ে শহুরে এলাকায় গিয়ে খোলা আকাশের নিচে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে । বুর্কিনা ফাসোর সামরিক সরকার ক্ষমতা দখলের পর সাধারণ মানুষকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর ক্ষমতা দখলের পর থেকে জিহাদি আক্রমণগুলি আরও বেশি দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে । সেদেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলি জানিয়েছে,জিহাদিরা কৌশলগতভাবে শহরগুলি অবরুদ্ধ করে রেখে দিয়েছে । তারা মানুষকে অবাধে চলাচলে এবং পণ্য পরিবহনে বাধা দিচ্ছে,ফলে বাস্তুচ্যুতদের সঙ্কটকে আরও জটিল করে তুলেছে । বর্তমানে ২০ টিরও বেশি শহরে প্রায় ৮,০০,০০০ মানুষ অবরোধের মধ্যে রয়েছে বলে জানিয়েছে সাহায্যকারী সংগঠনগুলি ।।

