এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),১২ জুলাই : কুয়ো থেকে এক গৃহবধুর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের চকরামবাটি কলোনি এলাকায় । মঙ্গলবার সকালে কলোনির শিব মন্দিরের সামনে ওই কুয়োতে জল আনতে গিয়ে বধুকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । পরে রানীগঞ্জ থেকে দমকল বাহিনী এসে মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করে । মৃতার পরিবারের অভিযোগ, দাবি মত বাইক দিতে না পারার কারনে বধুকে শ্বাসরোধ করে খুন করে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন । পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহাকুমা হাসপাতালে পাঠানো । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,ঝাড়খণ্ডের দেওঘর জেলায় ববনডিহি গ্রামের বাসিন্দা সুরেশ রজকের মেয়ে মৃতা তরুনী । বছর তিনেক আগে অন্ডালের চকরামবাটি কলোনির বাসিন্দা প্রকাশ রজকের সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয় । সুরেশ রজক বলেন, ‘মেয়ের বিয়েতে দেড় লাখ টাকা পণ দিয়েছিলাম । এর পরেও একটি মোটর বাইক কিনে দেওয়ার দাবি করছিল জামাই প্রকাশ । কিন্তু বাইকের টাকা জোগাড় করতে পারিনি । তাই বাইক কিনে দিতে পারিনি জামাইকে । আমাদের সন্দেহ সম্ভবত সেই কারনে আমার মেয়েকে মেরে কুয়োতে ফেলে দিয়েছে ।’
যদিও এনিয়ে এযাবৎ থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।