এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ মার্চ : রাস্তায় গাড়ি আটকে ডাকাতির ঘটনায় ধৃতকে জেরা করে ডাকাতি চক্রের হদিশ পেল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ফাহিম খান । তাঁর বাড়ি উত্তরপ্রদেশে । গত ২০ মার্চ ভাতারের নর্জার তেমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ । পরের দিন ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় । তারপর পুলিশ ফাহিম নামে ওই যুবককে জেরা করে ডাকাতি চক্রের সন্ধান পায় বলে জানা গেছে । হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার ধৃতকে আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে খবর,গত ২০ মার্চ রাতে একটি চার চাকার লরি ও একটি গাড়িতে চড়ে ভাতারে নর্জায় আসে একটি দল । তারা নর্জায় বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ও বাদশাহী রোডের সংযোগস্থলে বিভিন্ন গাড়ি আটকে লুটপাট চালাতে শুরু করে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ সেখানে গেলে ডাকাতদলের বাকিরা গাড়িতে চড়ে চম্পট দেয় । কিন্তু ধরা পড়ে যায় ফাহিম খান । পাশাপাশি ওই ডাকাতদলের লরিটি আটক করে পুলিশ । পরের দিন ফাহিমকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । আবেদনের ভিত্তিতে ধৃতকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
পুলিশ জানিয়েছে,ধৃত ফাহিম খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা চলছে । তবে সে যে চক্রের সঙ্গে যুক্ত সেই চক্রের পান্ডার নাম ইমরান খান । ঘটনার দিন ইমরান,ফাহিম ও বিরজু নামে এক যুবকসহ চারজন মিলে ভাতারে ডাকাতি করতে এসেছিল বলে ধৃত যুবক জেরায় কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ । চক্রের বাকিদের সন্ধান পেতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।।