এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১০ জুন : লাইভ শো চলাকালীন ইসলামিক মৌলবাদী শোয়েব জামাইকে(Shoaib Jamai) পেটালেন মুসলিম মহিলা তথা অ্যাডভোকেট শুভি খান (Subuhi Khan) । অশোক পণ্ডিতের ছবি ‘৭২ হুরেন’ নিয়ে বিতর্কের আয়োজন করা হয়েছিল ‘নিউজ ১৮’ টিভি চ্যানেলে । অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আমন চোপড়া(Aman Chopra)। অনুষ্ঠানের মাঝে শুভি খান ইসলামে ৭২ হুরের ধারণা নিয়ে প্রতিক্রিয়া দেন । তাতে শোয়েব জামাই উত্তেজিত হয়ে তাঁকে কিছু বললে শুভি খান চরম ক্ষুব্ধ হন । এরপর শোয়েবের দিকে তেড়ে যান শুভি । তিনি শোয়েব জামাইকে ধাক্কাধাক্কি করেন এবং বলেন,’এই ###কে আমি ওর যোগ্যতা দেখাবো । এখান থেকে বেড়িয়ে যা । তোদের কি যোগ্যতা আছে ? তোরা মেয়েদের ### মত ব্যবহার করিস । আমার ছেলেকে তুই ### বলেছিস, শালে । তোকে আর তোর বাপকে ধরে পেটাবো । কুত্তা শালা,বেরিয়ে যা এখান থেকে ।’
টিভি ডিবেটের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহুর্তের ভিডিও অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শকরা কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন । নিমেষের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় । অধিকাংশ মানুষই শুভি খানের পক্ষে মত প্রকাশ করেছেন । এমনকি সাম্প্রদায়িক কথাবার্তা বলায় অনেকে শোয়েব জামাইকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন ।
তাঁদের মধ্যে ইসলামি পন্ডিত ডঃ সৈয়দ রিজওয়ান আহমেদ (Dr: Syed Rizwan Ahmed) ভিডিওসহ টুইট করেছেন,’জামাইকে মারধর করা হয়েছে কিন্তু ঠিকমত হয়নি , এই লোকটি আরও মারধর খাওয়ার অধিকারী। সব দাড়িওয়ালাদের এভাবে মারতে হবে তবেই তাদের মন ঠিক হবে । জয় শ্রী রাম।’ তিনি অন্য একটা টুইটে লিখেছেন,’কি বুঝতে পারছেন ? শোয়েব জামাইয়ের এর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? এমন একজন ভারত-বিরোধী এবং হিন্দু-বিরোধী ব্যক্তির সঙ্গে বিজেপি নেতাদের ‘ভাতৃত্ব’ ‘ইলু-ইলু’ আছে বলে ?’
উল্লেখ্য,শোয়েব জামাই ‘ইন্ডিয়ান মুসলিম ফাউন্ডেশন’-এর সভাপতি। অন্যদিকে শুভি খান ‘রাষ্ট্রীয় জাগরণ অভিযান’-এর সমন্বয়ক এবং ‘কবীর ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা । ইতিপূর্বে বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্কে অংশ নিতে দেখা গেছে এই দুই ব্যক্তিত্বকে । শুভি খানকে দেশের মানুষ রাষ্ট্রবাদী মানসিকতা সম্পন্ন মহিলা বলেই মনে করেন । অন্যদিকে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষমূলক মতামত প্রকাশ করতে দেখা গেছে শোয়েব জামাইকে । টিভি চ্যানেলে হিন্দি ছবি ‘৭২ হুরেন’ নিয়ে বিতর্কের সময় ‘হুর’ ও ‘অপ্সরা’দের তুলনা করে হিন্দু ধর্মকে অপমান পর্যন্ত করেছিলেন শোয়েব জামাই ।অ্যাডভোকেট শশাঙ্ক শেখর ঝা শোয়েব জামাইয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশে একটি অভিযোগও দায়ের করেছেন । বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেছেন যে শোয়েব জামাই উপস্থিত থাকবেন এমন কোনও বিতর্ক শোতে তিনি অংশ নেবেন না ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারির ট্রেন্ড শুরু হতেই শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে একটা বড়সড় টুইট করে নিজেকে ‘দেশপ্রেমী’ হিসাবে দাবি করেছেন শোয়েব জামাই । পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন তিনি ।।

