এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,২৫ আগস্ট : পশ্চিম বর্ধমানের অণ্ডালে কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । অণ্ডালের চকরাম বাটি এলাকায় রয়েছে ওই কালীমন্দিরটি । বুধবার সকালে চুরির ঘটনাটি নজরে পরে স্থানীয় বাসিন্দাদের । মন্দির কর্তৃপক্ষের দাবি নগদসহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে অন্ডাল থানার পুলিশ । তবে এদিন বিকেল পর্যন্ত পুলিশ চুরির ঘটনার কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
অণ্ডালের চকরাম বাটি কাটিং কালীমন্দিরটি বহু পুরনো । প্রতিদিন সকাল ও সন্ধ্যা দেবীর পূজা হয় । মঙ্গলবার সন্ধ্যায় পুরোহিত পূজো সেরে যথারীতি মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যান । স্থানীয় বাসিন্দা রাজকুমার রাম বলেন, ‘এদিন সকালে মন্দিরে এসে দেখি মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে । এই দেখে আশপাশের লোকজনদের ডেকে আনি । তারপর সকলে মিলে মন্দিরের ভিতরে ঢুকে দেখি সবকিছু লন্ডভন্ড অবস্থায় রয়েছে ৷ উধাও হয়ে গেছে মন্দিরের যাবতীয় কাঁসা পিতলের বাসনপত্র ।’
সেই সঙ্গে তিনি বলেন, ‘দানবাক্সটার তালা ভাঙা ছিল । সারা বছরের দানের টাকায় দেবীর বাৎসরিক পূজো হয় । তাই সারা বছর দানবাক্স তালা বন্ধ রাখা হয় । কালীপূজোর সময় খোলা হয় । এখন দানবাক্সে কত টাকা ছিল এটা বলা মুশকিল । তবে ৬০-৭০ হাজার টাকার কাঁসা পিতলের বাসনপত্র চুরি হয়ে গেছে ।’ বাসনপত্র ও দানবাক্স মিলিয়ে লক্ষাধিক টাকা চুরি গেছে বলে অনুমান করা হচ্ছে ।’।