এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৬ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের ভোটার তালিকায় যুক্ত হল প্রায় ৮ লাখ নতুন ভোটারের নাম । শুক্রবার জম্মু ও কাশ্মীরের যুগ্ম প্রধান নির্বাচনী আধিকারিক অনিল সালগোত্রা এই ভোটার তালিকা প্রকাশ করে জানিয়েছেন, এবারে মোট ৭ লাখ ৭২ হাজার ৮৭২ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসেবে যা ১০.১৯ শতাংশ । চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৮৩ লাখ ৫৯ হাজার ৭৭১ জন । যাদের মধ্যে ৪২ লাখ ৯১ হাজার ৬৮৭ জন পুরুষ, ৪০ লাখ ৬৭ হাজার ৯০০ জন নারী এবং ১৮৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ।
২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীর ও লাদাখকে দুই পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল । তারপর এই প্রথম জম্মু ও কাশ্মীরে সাধারন নির্বাচন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার । তার আগে বাস্তুচ্যুত কাশ্মীরি পন্ডিতদের পুনবার্সনের জন্য বহুমুখী প্রকল্প হাতে নিয়েছিল কেন্দ্র সরকার । তারই অঙ্গ হিসাবে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের আবেদন করার জন্য কেন্দ্র সরকারের তরফে আর্জি জানানো হয় । আর সরকারের সেই আর্জিতে সাড়া দিয়ে বিপুল সংখ্যক মানুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেন ।
জানা গেছে,এবারে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ঘোষণা করার পর ১১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ আবেদন করেছিলেন । এর আগে এ সংখ্যাটা ছিল দুই লাখেরও কম । জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন করে শান্তি প্রতিষ্ঠায় কেন্দ্র সরকারের এই উদ্যোগ যথেষ্ট কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে । তবে এই উদ্যোগের বিরোধিতা করতে দেখা গেছে ফারুক আবদুল্লা ও মেহেবুবা মুফতিসহ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে ।।