এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৮ এপ্রিল : ইউক্রেনের দুটি নেপটন অ্যান্টি-শিপ মিসাইল যখন রাশিয়ান নৌবাহিনীর ১১৬৪ আটলান্ট ক্রুজার মস্কোভাকে যখন আঘাত করে তখন জাহাজটিতে ছিল ৬৬ আধিকারিক এবং ৪৮৫ নাবিক । ক্ষেপণাস্ত্র হানার অব্যবহিত পরেই জাহাজটি কৃষ্ণসাগরে ডুবে যায় । লিথুনিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরভিদাস আনুসাউসকাস গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, যুদ্ধজাহাজ মস্কোভার ৫৪ জন নাবিককে উদ্ধার করেছে তুরস্কের একটি জাহাজ । তাহলে মস্কোভার বাকি আধিকারিক এবং নাবিকদের শেষ পরিনতি কি হল ? যদিও এই বিষয়ে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, মস্কোভার ক্রুদের আগেই কাছাকাছি জাহাজে সরিয়ে নেওয়া হয়েছিল । তবে কতজনকে উদ্ধার করা হয়েছে তা সোমবার পর্যন্ত ক্রেমলিনের তরফ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিথুনিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন,গত বুধবার রাত পৌনে ১টার দিকে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা হয় । এরপর সাহায্যের জন্য জাহাজ থেকে সাইরেন বাজতে থাকে । রাত ২ টার পর যুদ্ধজাহাজের সব আলো নিভে যায় । সেই সময় দ্রুত একটি তুর্কি জাহাজ গিয়ে ঘটনাস্থল থেকে ৫৪ নাবিককে উদ্ধার করে । তাদের উদ্ধার করার পর রাত ৩টার দিকে রুশ ওই যুদ্ধজাহাজটি ডুবে যায় । পেন্টাগনের দাবি, জাহাজের বহু ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে ইউক্রেনের হামলায়
সম্প্রতি মস্কোভার ডুবে যাওয়ার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । উদ্ধাকারী জাহাজ থেকেই ওই ভিডিও ও ছবি তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে । তিন সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে মস্কোভা থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বেরিয়ে আসছে । জাহাজটি তার ডান দিকে হেলে রয়েছে । একটু একটু করে ডুবে যাচ্ছে কৃষ্ণসাগরের গভীর জলে ।।