এইদিন ওয়েবডেস্ক,বড়ঞা(মুর্শিদাবাদ),২৯ মে : রবিবার সন্ধ্যায় গ্রামের মসজিদে নমাজ পড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া বোমাতে প্রাণ হারাতে হয়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞার পাপড়দহ গ্রামের পঞ্চায়েত সদস্য ঝনু শেখের আমির শেখকে । ঝনু শেখের বাড়ি বড়ঞা থানার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁপড়দহ গ্রামে । তার ভাইয়ের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত রয়েছে গোটা এলাকা । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি বোমার সন্ধানে রাতভর পাঁপড়দহ গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান চালায় । অবশেষে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ বালতি তাজা বোমা । এই ঘটনায় পাঁপড়দহ গ্রাম থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সফিরুল বাশার ও বিরাজ আলম । সফিরুলের ছেলে বিরাজ । এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এলাকায় মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।।

