এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৩ আগস্ট : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার অফিসগুলিকে(বিএলআরও) ‘ঘুঘুর বাসা‘ বলে অবিহিত করেছিলেন । কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর এই তিরস্কারের পরেও রাজ্যের ভূমি সংস্কার অফিসগুলির আধিকারিকরা যে ‘উপরি রোজকার’-এর লোভে বেআইনি কাজ করা থেকে বিরত হয়নি, তার ফের একবার প্রমান মিললো শিলিগুড়িতে । এবারের তাদের এই লোভের শিকার হতে হল খোদ রামকৃষ্ণ মিশনের মত একটা ধার্মিক প্রতিষ্ঠানকে । শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় উত্তরায়ণ টাউনশিপের কাছে প্রায় ১০ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে । শুধু তাইই নয়,স্থানীয় ভূমি সংস্কার অফিসের এক শ্রেণীর আধিকারিকদের সহায়তায় জবরদখলকারীরা ভূয়ো দলিল দেখিয়ে সেই জমি নিজেদের নামে (মিউটেশন) পর্যন্ত করে নিয়েছে বলে অভিযোগ । এখন ওই সমস্ত জমিতে কেউ বহাল তবিয়তে গোডাউন, কেউ কাঠের গোলা, কেউ গ্যারেজ চালাচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ির মাটিগাড়ার সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ । আশ্রমের জমি ফেরত পেতে তিনি জেলাশাসক, মেয়র, পুলিশ কমিশনারকে চিঠি পর্যন্ত করেছিলেন । কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ।
স্বামী বিনয়ানন্দ সংবাদ মাধ্যমকে বলেছেন, শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় উত্তরায়ণ টাউনশিপের কাছে রামকৃষ্ণ মিশনের ৯.৯০ একর জমি আছে । ওই জমির জমির কিছুটা আশ্রম কিনেছিল । বাকি দানের জমি । কিন্তু নজরদারির অভাবে পুরো জমিটা বেহাত হয়ে গেছে । এমনকি ভূয়ো দলিল দেখিয়ে বেশ কিছু স্থানীয় বাসিন্দা নিজেদের নামে পর্যন্ত করে নিয়েছে তারা । তারা সেই জায়গায় এখন গোডাউন, কাঠের গোলা,গ্যারেজ প্রভৃতি ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ তার । তাঁর আরও অভিযোগ যে আশ্রমের তরফে ২০২২ সালে মাটিগাড়া বিএলআরও অফিসে জমির মিউটেশনের জন্য আবেদন করেছিলেন । কিন্তু তাঁদের অন্ধকারে রেখে কিছু জমি জবরদখলকারীদের নামে মিউটেশন হয়ে গিয়েছে । এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সন্ন্যাসীদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ জবরদখল হয়ে যাওয়া জমির যাবতীয় নথিও দেখান তাকে । মেয়র সন্ন্যাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ।
তবে শিলিগুড়িতে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি গায়ের জোরে দখল করার ঘটনা এই প্রথম নয় । এর আগে শালুগারায় রামকৃষ্ণ মিশনের সেবক হাউস দখলের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে । সেই ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মূল অভিযুক্ত সহ ১২ জনকে গ্রেফতারও করেছিল ।।