প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ আগষ্ট : রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরির ব্যাটারি চুরির অভিযোগে চারচাকা গাড়িসহ গ্রেফতার হল এক যুবক । ধৃতের নাম মনিরুল গাজি ওরফে রাজু। তার বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার তেঁতুলিয়া এলাকায় । পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ মঙ্গলবার রাতে পালশিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে । পুলিশের দাবি ধৃতের গাড়ি থেকে উদ্ধার হয়ে তাঁর চুরি করা ২ টি ব্যাটারি । ব্যাটারি ও গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে গাড়ার ব্যাটারি চুরির ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে । বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ তাকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । সিজেএম ধৃতের ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন ।
পুলিশ জানিয়েছে, মেমারি থানার বিষ্ণুপুরের বসবাস করেন আশুতোষ বিশ্বাস । তাঁর ৩টি লরি রয়েছে। বাড়ির কাছেই তাঁর লরিগুলি রাখা থাকে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার গভীর রাতে তিনি লরিগুলি দেখতে যান। সেই সময় তিনি দেখেন, লরিগুলির পাশে একটি গাড়ি রয়েছে। গাড়ির আরোহী তাঁকে দেখতে পেয়েই গাড়ি নিয়ে পালিয়ে যায় । এরপর লরিগুলির কাছে গিয়ে তিনি দেখেন,তাঁর লরির ব্যাটারি খুলে নেওয়া হয়েছে। আশুতোষ বিশ্বাস ওই গাড়িটির নম্বর উল্লেখ করে ওই রাতেই মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালায়। পালশিটের একটি ধাবার সামনে ওই গাড়িটি ও লরির ব্যাটারি চোর ধরা পড়ে যায় ।।