এইদিন স্পোর্টস নিউজ,০২ জুন : শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের । নিউ ইয়র্কের নাসাই কাউন্টি স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে বাংলাদেশকে শোচনীয় ভাবে পরাজিত করে টিম ইন্ডিয়া । ভারত ফিল্ডিং করার সময় একজন ক্রিকেট প্রেমী যুবক নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে সোজা মাঠের মাথে চলে যায় ভারতের অধিনায়ক রোহিত শর্মার অটোগ্রাফ নেওয়ার জন্য । কিন্তু মার্কিন পুলিশ বাহিনী ছুটে তাকে মাঠের মাঝে ফেলে হাতকড়া পড়িয়ে মাঠের বাইরে নিয়ে যায় ।
অমিতাভ চৌধুরী নামে একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’ভারতের ক্রিকেট ভক্তদের এই একটা দোষ,নিরাপত্তার বেড়া টপকে ছুটে গিয়ে এই ক্রিকেটারদের পায়ে পড়ার কী বদ অভ্যাস। বন্ধু এটা ঠিক নয়, সেই ক্রিকেটার কোন দেবতা নন, তিনি নিজের কাজ করছেন, তিনি এর জন্য বেতন পান, তিনি মানবজাতির জন্য কিছু নিঃস্বার্থ সেবা করছেন না, জাতীয় আন্তর্জাতিক টেলিভিশনে নিজেকে অপমান করবেন না এবং এইভাবে আপনার হাড়ের ঝুঁকি নেবেন না।’ এরপর তিনি লিখেছেন,’এটি গতকাল ছিল যখন ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন একজন ভক্ত রোহিত শর্মার সাথে দেখা করতে ঝাঁপিয়ে পড়ে, মার্কিন পুলিশ তাকে মাটিতে ফেলে ধরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে, মার্কিন পুলিশের ইতিহাস জেনে তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা তাকে সেখানে গুলি করেনি … যারা বিশেষ করে ভারতের বাইরে বসবাস করেন দয়া করে আপনার এই ধরনের ঝুঁকি নেওয়া বন্ধ করুন। । এখন তাকে জেলে যেতে হবে, ডলারে মোটা জরিমানা দিতে হবে.. ক্যায়া মিল গ্যায়া ইয়ে করকে?’
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৬২ রানে ম্যাচ জেতে ভারত । অধিনায়ক রোহিত ২৩ রান করে আউট হন। ঋষভ পন্থ ৩২ বলে ৫৩ রান করেন। শিবম দুবে পাঁচ নম্বরে নেমে ১৬ বলে ১৪ রান করেন। সূর্যকুমার যাদব ১৮ বলে ৩১ রান করেন । ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক। রবীন্দ্র জাডেজা মাত্র ৪ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। বাংলাদেশের শাকিব আল হাসানও ৪ ওভারে দেন ৪৭ রান। তবে ভালো বল করেছেন শরিফুল। তাঁর পেস ও বাউন্স সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটাসম্যানদের।
জবাবি ব্যাটিংয়ে ১৮৩ রান তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা । আরশদীপ সিংয়ের বলে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। আরশদীপের দ্বিতীয় ওভারে আউট হন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শূন্য রানে আউট হন। মাত্র ৪১ রানের মাথায় ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। শাকিব ও মাহমুদুল্লা লড়ায়ে ফেরার চেষ্টা করেন,৫০ রানের জুটি বাঁধেন দু’জন । কিন্তু বুমরার বলে ২৮ রান করে শাকিব আউট হলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায় । মাহমুদুল্লা ৪০ রানে অবসর আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৬২ রানে ম্যাচ জিতে নেয় ভারত।।