এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ মে : দেশের রাজধানী দিল্লিতে ৪২ বছর এক শিখ মহিলাকে ধর্ষণ এবং জোরপূর্বক পরিবর্তনের চেষ্টার অভিযোগ উঠেছে ৩২ বছর বয়সী এক মুসলিম যুবকের বিরুদ্ধে । সংবাদমাধ্যম অর্গানাইজ উইকলির প্রতিবেদনে জানা গেছে,এনিয়ে দিল্লির ডাবরি থানায় একটা এফ আই আর রজু করেছেন ওই মহিলা । পুলিশ অভিযুক্ত দিল্লির লক্ষ্মী নগরের বাসিন্দা আজমত আলি খানের বিরুদ্ধে আইপিসির ৩৭৬,৫০৬,৫০৯ ও ৩২৩ প্রভৃতি ধারায় মামলা নথিভুক্ত করেছে ।
এফআইআর-এ ওই মহিলা জানিয়েছেন,তিনি পেশায় একজন মডেল । তার স্বামী মারা গেছেন এবং তাদের এক সন্তান রয়েছে । তার কত্থক নৃত্য শিক্ষকের ফেসবুকের বন্ধু ছিল আজমত আলি খান । সেই সূত্রে তার বন্ধুত্বের অনুরোধ তিনি স্বীকার করেছিলেন । ২০১৬ সাল থেকে তাদের মধ্যে ফেসবুকে পরিচয় ।
মহিলা পুলিশের কাছে জানিয়েছে,২০১৭ সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । সেই সময় তারা শারিরীকভাবে মিলিতও হন । কিন্তু অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখে আজমত । এরপর সেই ভিডিও দেখিয়ে তাকে ধর্ম পরিবর্তন,বোরখা পরা, দিনে ৫ বার নামাজ পরা এবং রোজা রাখার জন্য চাপ সৃষ্টি করছিল তার প্রেমিক । কিন্তু তিনি ধর্ম পরিবর্তন করতে এবং ওই সমস্ত মুসলিম রীতিনীতি মেনে চলতে অস্বীকার করেন ।
মহিলা জানান, এরপর তিনি প্রেমিকের সঙ্গে ছিন্ন করার সিদ্ধান্ত নেন । আজমতের সঙ্গে তিনি দূরত্ব তৈরি করতে শুরু করেন । তারপর থেকেই আজমত তার মুখে অ্যাসিড নিক্ষেপ করা এবং ধর্মান্তরিত হতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি দিতে শুরু করে । সে আপত্তিকর মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়ে তার ক্যারিয়ার শেষ করে দেবে বলে হুঁশিয়ারি দেয় । পাশাপাশি সে আপত্তিজনক মেসেজও পাঠাতে থাকে বলে অভিযোগ মহিলার ৷
মহিলা অভিযোগ করেন যে চলতি বছরের ২ এপ্রিল জনকপুরী থানা এলাকায় তার উপর হামলা চালায় আজমত আলি খান । সে মুখে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় । এমনকি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে জীবন্ত কবর দেওয়ার হুমকিও দেয় তার প্রেমিক । এদিকে গত ১৯ এপ্রিল থানায় অভিযোগ দায়ের হওয়ার পর আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছিল আজমত । আদালত তার সেই আবেদন মঞ্জুরও করে । আগামী ১৭ পর্যন্ত আদালত থেকে তার সুরক্ষা রয়েছে ।।