এইদিন ওয়েবডেস্ক,ইন্দোনেশিয়া,১০ জুন : নিখোঁজ হওয়ার ৩ দিন পর ১৬ ফুট অজগরের পেট থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ । ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি এলাকার ঘটনা । সাপটিকে মেরে তার পেট থেকে ফরিদা(Farida) নামে ৪৬ বছর বয়স্ক ওই মহিলার অবিকৃত দেহ উদ্ধার করা হয় ।
শনিবার (৮ জুন,২০২৪) ইন্দোনেশিয়ার প্রশাসন জানিয়েছে যে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি এলাকার বাসিন্দা ফরিদা ৪ সন্তানের জননী ছিলেন । বৃহস্পতিবার (৬ জুন, ২০২৪) বনে কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান । পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান করতে না পেরে গ্রামের প্রধানকে ঘটনার কথা বলে । এরপর গ্রামের লোকজনের সাথে পরিবারের ফরিদার খোঁজে জঙ্গলে যায় । খোঁজাখুঁজির সময় গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে প্রায় ১৬ ফুট দীর্ঘ একটা অজগর সাপ দেখতে পায় । সাপের পেটে ফোলা থাকায় তাদের সন্দেহ হয় । তারা সাপটিকে মেরে পেট চিড়তেই ফরিদার অক্ষত লাশ দেখতে পায় । অজগর তিন দিন পরেও মহিলার লাশ হজম করতে পারেনি। লাশের গায়ের কাপড়ও অক্ষত ছিল । পরে মহিলার মৃতদেহ গ্রামে নিয়ে এসে কবরস্থ করা হয় । এই ঘটনার ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।।