দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : এক কৃষকের জমিতে পড়ে থাকা আলু কুড়াতে গিয়ে আলু বোঝাই ট্রাক্টর চাপা পরে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক মহিলার । জখম হয়েছেন নিহত মহিলার এক সঙ্গিনীর ৷ সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সেরুয়া গ্রামে । নিহতের নাম অমাবতী মাজি(৫২) । পেশায় জনমজুর ওই মহিলার বাড়ি ভাতারের পানোয়া গ্রামে । গুরুতর আহত মহিলা ধানি বাগ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে এই ঘটনার পর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গ্রামে । উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ ফেলে বিক্ষোভ শুরু করে ক্ষিপ্ত জনতা । যদিও তার আগেই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় সেরুয়া গ্রামের বাসিন্দা সন্তোষ ঘোষ নামে ওই কৃষক ও তার পরিবারের লোকজন ।
জানা গেছে,নিহত অমাবতী মাজির মেয়ের বাড়ি সেরুয়া গ্রামে ৷ এদিন তিনি মেয়ের বাড়িতে ছিলেন ।আহত ধানি বাগ নিহত মহিলার মেয়ের শাশুড়ি । এদিন বিকেলে কৃষক সন্তোষ ঘোষের জমিতে আলু তোলার কাজ চলছিল । আলু বস্তায় ভরে ট্রাক্টরে বোঝাই করা হচ্ছিল ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,জমি থেকে আলু তোলার কাজ শেষ হলে পড়ে থাকা পরিত্যক্ত আলু কুড়াচ্ছিলেন অমাবতী মাজি ও ধানি বাগ । তাঁরা ট্রাক্টরের পিছনেই ছিলেন । সেই সময় ট্রাক্টরটি পিছতে থাকে । আর তখনই ট্রাক্টরের চাকায় পিষ্ট হন দুই মহিলা । ঘটনাস্থলেই মৃত্যু হয় অমাবতীদেবীর । গুরুতর জখম হন নিহতের বেয়ান । এদিকে তখন ট্রাক্টর ফেলে চম্পট দেয় চালক ও তার বাবা । পরে ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে যায় । তার নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে ।।