এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ মে : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা বলরাম মাজি(২২) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় একই গ্রামের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কামালুদ্দিন শেখ ওরফে হিঙুল । সে সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত । শুক্রবার রাতে এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । শনিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
জানা গেছে, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় । ওই দিন শ্রীপুর গ্রামের তৃনমূলের লোকজন বলরাম মাজি নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ । ঘটনার পর আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন । অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থাতে তাঁর মৃত্যু হয় ৷
নিহত যুবকের মা টুম্পা মাজি এনিয়ে কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ তাঁদের গ্রামের বাসিন্দা সাহিদুল আলম মোল্লা, সাহানুর আলম মোল্লা, মেহেরজান শেখ, সাজাহান শেখ এবং কামালুদ্দিন শেখ নামে ৫ তৃণমূল কর্মী মঙ্গলবার সন্ধ্যায় রড, লাঠি, ধারালো অস্ত্র ও বোমা নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় । তারা বলরামকে শ্রীপুর দিঘির পাড়ে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় । বলরাম অজ্ঞান হয়ে পড়লে সে মারা গেছে মনে করে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা । পাশাপাশি ওই লোকজন মিলে তাঁদের কয়েকজন প্রতিবেশীদের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ টুম্পা মাজির । অভিযুক্তদের মধ্যে সহিদুল আলম কেতুগ্ৰাম-১ পঞ্চায়েত সমিতির সদস্য বলে জানা গেছে ।
নিহত বিজেপি কর্মীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কামালুদ্দিন শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,বাকিদের সন্ধান চালানো হচ্ছে ।।