এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৬ জুলাই : ২০৪৭ সালের মধ্যে ভারতে “ইসলামী সরকার” প্রতিষ্ঠার চক্রান্তকারী বিহারের পাটনার “গাজওয়া-ই-হিন্দ” মডিউলের এক সন্ত্রাসবাদী গ্রেফতার হল উত্তরপ্রদেশের লখনউ থেকে । ধৃতের নাম অ্যাডভোকেট নুরুদ্দিন জঙ্গী (nuruddin jangi)। তার বাড়ি বিহারের দারভাঙ্গায় । পাটনা পুলিশ এবং অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এর একটি বিশেষ দল লখনউয়ের চারবাগ থেকে তাকে পাকড়াও করেছে । ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) ‘গাজওয়া-ই-হিন্দ-২০৪৭’ চক্রান্তে প্রত্যক্ষভাবে যুক্ত । এই মামলায় ২৬ জন অভিযুক্তের মধ্যে ১৯ তম অভিযুক্ত নুরুদ্দিন জঙ্গী । তাকে ট্রানজিট রিমান্ডে বিহারে আনা হয়েছে ।
পাটনা পুলিশ একটি সংবাদিক সম্মেলন করে জানিয়েছে, ভারতকে ভাগ করার মডিউলের কিংপিন আরমান মালিক জেএনইউতে পড়াশোনা করত । সে পিএফআই এবং এসডিপিআই-এর সঙ্গে যুক্ত ছিল । এই মামলায় ধৃত বাকি দুই অভিযুক্ত হল ঝাড়খণ্ডের প্রাক্তন পুলিশ অফিসার মহম্মদ জাল্লাউদ্দিন এবং আতহার পারভেজ । পারভেজ ও তার ভাইয়ের সঙ্গে জমির দালালি করত আরমান ।
গাজওয়া-ই-হিন্দ-২০৪৭’ বিষয়টি প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার । ওই দিন পাটনা পুলিশের হাতে আসে সন্ত্রাসবাদীদের একটি নথি । আর ওই নথিতেই উল্লেখ ছিল ২০৪৭ সালে ভারতের শতবর্ষ পূর্তির মুহুর্তে ভারতে ‘ইসলামী সরকার’ স্থাপনের কথা । নথিতে বলা হয়েছে মাত্র ১০ শতাংশ মুসলিম বর্তমানে এর সাথে যুক্ত হলেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) আত্মবিশ্বাসী যে, ইসলামিক সংগঠন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে বশ্যতা স্বীকার করতে বাধ্য করবে । দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠা করবে । তবে এই গোপন চক্রান্ত ফাঁস হতেই ভারতবিরোধী ষড়যন্ত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পিএফআই ।।