এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৫ ফেব্রুয়ারী : আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে । বাড়িঘর, সড়ক সব পুরু বরফে ঢাকা পড়ে গেছে । বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৯ লাখ পরিবার । বন্ধ ব্যবসা, সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি । পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করা হয়েছে । মার্কিন আবহাওয়া দফতরের আশঙ্কা পরিস্থিতি এমন চলতে থাকলে অন্তত পাঁচ কোটি নাগরিক দুর্ভোগে পড়তে পারে
আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া, উইসকনসিন, মিশিগান, ইলিনয়, ইন্ডিয়ানা, নিউইয়র্ক প্রভৃতি প্রদেশে বিগত কয়েকদিন ধরে বৃষ্টির মতো তুষারপাত শুরু হয়েছে । দৃশ্যমানতা এতটাই কম যে হাতের নাগালের মধ্যে জিনিস পর্যন্ত দেখা যাচ্ছে না। কোথাও কোথাও ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ জমে গেছে । তুষারপাতে ক্যালিফোর্নিয়ার ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা বরফে ঢেকে গেছে । তুষারপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া । প্রতিকূল আবহাওয়ার কারনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে । বর্তমানে লাখ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
নিরাপত্তার কারণে হাজারেরও বেশি বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে । সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে মিশিগানের বাসিন্দারা। এই অঙ্গরাজ্যটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক তুষারশঝড়ের মুখোমুখি বলে জানিয়েছে আবহাওয়া দফতর । পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নাগরিকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে প্রশাসন ।
এদিকে সড়কপথে পুরু বরফের আস্তরণ জমে যাওয়ায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । দিনরাত রাস্তার বরফ সরানোর কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের দল ।।