দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ভিন জেলার এক ব্যক্তি । বুধবার সকালে এই ঘটনার পর বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি এসে তল্লাশি চালিয়ে দুপুর নাগাদ মৃতদেহটি উদ্ধার করে । মৃতের পকেটে থাকা মানিব্যাগে থাকা ফোন নম্বর দেখে ফোন করে তাঁর পরিচয় জানতে পারে গুসকরা ফাঁড়ির পুলিশ । পুলিশে জানিয়েছে,মৃতের নাম মহেন্দ্র আচার্য (৩৮)। তাঁর বাড়ি হুগলি জেলার শেওড়াফুলি এলাকায় । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
জানা গেছে,শেওড়াফুলির বাসিন্দা মহেন্দ্র আচার্য নামে ওই ব্যক্তি একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন । তাঁর স্ত্রীর কয়েকমাস আগে ডিভোর্স হয়ে গেছে । তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন । এদিন সকালে গুসকরা পুলিশ ফাঁড়ির পাশে ২ বি জাতীয় সড়কের ধারে তাঁকে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায় । তারপর তিনি একটি চায়ের দোকানে এসে বসেন । কিছুক্ষণ পর দোকান থেকে উঠে পাশের সুরিপুকুর নামে একটি পুকুরে ঝাঁপ দেন । স্থানীয় লোকজন প্রথমে জলে নেমে সন্ধান চালান । কিন্তু তাঁরা হদিশ করতে না পারলে বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেয় পুলিশ । পরে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা এসে বেশ কিছুক্ষন ধরে সন্ধান চালানোর পর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে । বিকেল নাগাদ এসে পৌঁছয় মৃতের পরিবারের লোকজন । তাঁদের দাবি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরেই হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ।।