আমিরুল ইসলাম,মঙ্গলকোট,০১ জানুয়ারী ঃ ঋনের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মঙ্গলকোটের এই প্রৌঢ় । পুলিশ জানিয়েছে,মৃতের নাম বোরহান শেখ (৫০) । তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক এর ভাটপাড়া গ্রামে । বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের মধ্যে একটি গাছ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ ।
জানা গেছে, ভাটপাড়া গ্রামের বাসিন্দা বোরহান শেখের বাড়িতে আছেন স্ত্রী,তিন মেয়ে ও এক ছেলে ।
তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । লকডাউনের আগে বাড়ি ফিরে আসেন বোরহান । তারপর থেকে তিনি কর্মহীন অবস্থাতে বাড়িতেই ছিলেন ।
স্থানীয় ও পরিবার সুত্রে খবর,সংসার চালাতে গিয়ে তিন চারটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন বোরহান শেখ । রোজগার বন্ধ থাকায় সেই ঋণ তিনি পরিশোধ করতে পারছিলেন না । এদিকে ঋন পরিশোধের জন্য ক্রমাগত তাগাদা আসছিল । এনিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হত । বৃহস্পতিবার রাতেও এনিয়ে স্ত্রীর সঙ্গে একপ্রস্থ অশান্তি হয় বোরহান শেখের ।
মৃতের দাদা মফিজুল শেখ বলেন, ‘বউমার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর ভাই বাড়ি থেকে বেড়িয়ে যায় । যাবার আগে ছেলেমেয়েদের বলে যায় সে গলায় দড়ি দিতে যাচ্ছে । অনেক রাত পর্যন্ত ভাই বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি করি । কিন্তু ভাইকে খুঁজে পাওয়া যায়নি । এরপর এদিন সকালে ভাইয়ের ছোট মেয়ে খুঁজতে বেড়িয়ে মাঠের একটা গাছ থেকে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । ভাই যে এমন কাজ করবে কল্পনাও করতে পারিনি ।’
জানা গেছে,বোরহান শেখকে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর মেয়ে বাড়িতে এসে খবর দেয় । এরপর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় । খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ গিয়ে প্রৌঢ়ের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।