এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দেবপুর থেকে ভোজ্য তেলের একটি ১২ চাকার লরি নিয়ে চম্পট দিয়েছিল ওই লরিরই খালাসি । শেষ পর্যন্ত উধাও হয়ে যাওয়া ওই লরিটি ঝাড়খন্ডের দুমকা জেলা থেকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ । তবে লরি উদ্ধার হলেও অভিযুক্ত খালাসির হদিশ করতে পারেনি পুলিশ ।
জানা গেছে, লরিটির মালিক করমজিৎ সিং । তাঁর বাড়ি বর্ধমান শহর এলাকায় । ঘটনাটি ঘটে গত রবিবার রাতে ৷ লরি মালিক জানিয়েছেন, ওই দিন লরিটি বিহার থেকে ভোজ্যতেল ভর্তি করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল লরিটি । লরিতে ছিলেন চালক সাকের মুন্সি ও খালাসি রাজীব রাণা । সাকেরের বাড়ি ভাতার থানার দেবপুর গ্রামে । কলকাতা যাওয়ার পথে ওই দিন রাতে দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় লরিটি রেখে বাড়িতে বিশ্রাম করতে গিয়েছিলেন সাকের । তিনি লরিটির দেখভালের দায়িত্ব রাজীবের উপরে দিয়ে যান । পরের দিন সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা । কিন্তু সোমবার বিকেলে গাড়ির চালক দেবপুর বাসস্ট্যান্ডে এসে দেখেন লরিটি নিয়ে পালিয়েছে খালাসি । তিনি বলেন, ‘লরির চালক বিষয়টি আমায় জানালে আমি তাঁকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিই । এরপর এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের হয় ।’
পুলিশ সুত্রে জানা গেছে,ঝাড়খন্ডের দুমকা জেলার টোংরা থানার পুলিশ রুটিন তল্লাশির সময় লরিটিকে আটক করে । তবে পুলিশের গতিবিধি আন্দাজ করে তার আগেই লরি ফেলে চম্পট দেয় খালাসি রাজীব রাণা । পরে টোংরা থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে সেখান থেকে লরিটি উদ্ধার করে আনে ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খালাসির সন্ধান চলছে ।।