এইদিন ওয়েবডেস্ক,কৈরানা(শ্যামলী),০৯ নভেম্বর : ‘তালিবানি মানসিকতা কখনই বরদাস্ত করা হবে না,তালিবানের সমর্থনকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে ।’ রাজ্যে তালিবান সমর্থনকারীদের উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
শুধু তাইই নয়, পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ আমাদের আত্মমর্যাদায় আঘাত করার চেষ্টা করে, দাঙ্গায় উসকানি দেয়, তাহলে তাদের পরবর্তী বহু প্রজন্ম ভুলে যাবে কিভাবে দাঙ্গা হয়।’
সোমবার উত্তরপ্রদেশের শ্যামলী জেলার কৈরানায় ৪২৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিলান্যাস করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তার মধ্যে ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মান হতে চলা পিএসি ব্যাটালিয়নের ভবন নির্মানের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন মুখ্যমন্ত্রী । ওই ভবনে প্রায় ১২৭৮ জন জওয়ান থাকবে বলে জানা গেছে ।
ওই অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘উত্তরপ্রদেশের মাটিতে যারাই তালিবানদের সমর্থন করবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে । তালিবানলনি মানসিকতা মেনে নেওয়া উচিত নয় । এটা সমাজকে মধ্যযুগে নিয়ে যাওয়ার প্রয়াস । যারা শুধুমাত্র ধর্মীয় আবেগ নিয়ে থাকে,তারাই তালিবানি মানসিকতায় মদদ দিচ্ছে । তারা এই তালিবানি কর্মকান্ডকে সমর্থন করছে ।উত্তরপ্রদেশের মাটিতে তা কিছুতেই মেনে নেওয়া হবে না ।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা অযোধ্যায় ভগবান রামের মন্দির চায়নি । যারা কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছিল । তারাই মুজাফফরনগরে দাঙ্গা হলে, কৈরানা ছেড়ে মানুষ পালিয়ে যেতে বাধ্য হলে বা আফগানিস্তানে তালিবান শাসন কামেয় হলে খুশি হন । একমাত্র তখনই তাদের স্লোগান ওঠে কিন্তু আমরা তালিবানীকরণকে কখনোই মেনে নেব না।’ পাশাপাশি মুজাফফরনগর দাঙ্গা ও কৈরানা থেকে মানুষের পালিয়ে যাওয়ার ঘটনাকে রাজনীতির বিষয় নয় বরঞ্চ এটা রাজ্য এবং দেশের গর্বের বিষয় বিষয় বলে জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি আমাদের অহংকারে আঘাত করার চেষ্টা করে, দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের পরবর্তী বহু প্রজন্ম ভুলে যাবে কীভাবে দাঙ্গা হয় ।’।