এইদিন ওয়েবডেস্ক,জম্মু,২৩ অক্টোবর : সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ড্রোনের সাহায্যে যৌথভাবে নজরদারি চালাবে জম্মু কাশ্মীরের পুলিশ ও সিআরপিএফ । আজ শনিবার জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাই আতঙ্কবাদী হামলা ঠেকাতে জম্মু কাশ্মীরের কেন্দ্রস্থল বলে পরিচিত লালচক ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ পথে নজরদারি রাখার ব্যাবস্থা করা হচ্ছে । তার আগে শুক্রবার শ্রীনগরের প্রতাপ পার্ক এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোনের ব্যাবহার করল সিআরপিএফ ।
সিআরপিএফের ডিআইজি (অপারেশন) ম্যাথিউ-এ জন বলেন, ‘আজ সিআরপিএফ পুলিশের সাথে ড্রোনের পরীক্ষা করল । মূলত সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলিতে ড্রোনের ব্যাবহার করা হবে । সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও স্থানীয় খেটেখাওয়া মানুষের উপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই ব্যাবস্থা নেওয়া হয়েছে ।’ সেই সঙ্গে উনি বলেন, ‘লালচক ও তার আশপাশ এলাকাতেও আকাশ পথে নজরদারি চালানো হবে ।’ এছাড়া লালচকে সন্দেহভাজনদের উপর কড়া নজর রাখতে পুলিশ ও সিআরপিএফ মিলে যৌথভাবে দিবারাত্র অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে তিনি জানান ।।