শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । মৃতের নাম বাপন ছাতি(৩৩) । তাঁর বাড়ি ভাতার থানার ছাতনি গ্রামে । শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দুরে রাস্তার পাশ থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ । ওই যুবকের মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । যদিও পরিবারের সন্দেহ বাপনকে খুন করা হয়েছে । যদিও এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,ছাতনি গ্রামের বাসিন্দা বাপন ছাতি জনমজুরির কাজ করতেন । প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালেও তিনি কাজে বেড়িয়ে যান । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । এদিন সকালে বাড়ির কিছুটা দূরে রাস্তার পাশে তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আনে ।
অন্যদিকে ধান জমিতে কীটনাশক ছড়াতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক খেতমজুর মহিলার । মৃতের নাম ঢিনা হেমব্রম(২৭) । তাঁর বাড়ি ভাতার ব্লকের মাহাতা অঞ্চলের বাগমারা গ্রামে । জানা গেছে,গত শনিবার ওই মহিলাকে সাপে কামড়ায়। তারপর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসীরা