এইদিন ওয়েবডেস্ক,সুনামগঞ্জ,১১ জানুয়ারী : ফের খুন হয়ে গেল বাংলাদেশের এক হিন্দু কিশোর । এবারে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের বাসিন্দা জয় মহাপাত্র নামে এক হিন্দু কিশোরকে ডেকে নিয়ে গিয়ে মুখে জোর করে বিষ ঢেলে খুনের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বুরহানপুর গ্রামের আমিরুল ইসলাম নামে এক জিহাদির বিরুদ্ধে ।
জানা গেছে,বুরহানপুর গ্রামে আমিরুল ইসলামের একটা মুদিখানা দোকান আছে । গত ৮ জানুয়ারী বিকেলে আমিরুল ইসলাম তার দোকানে কোনো অছিলায় জয় মহাপাত্রকে ডাকে ৷ সরল বিশ্বাসে জয় সেখানে গেলে আমিরুল ইসলাম তাকে প্রথমে অকারণ ব্যাপক মারধর করে । জয়ের স্মার্টফোন কেড়ে নেয় । এরপর তার মুখে জোর করে তরল বিষ ঢেলে দেয় । বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে জয় মহাপাত্র গুরুতর অবস্থায় ছটফট করতে থাকেন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে দ্রুত সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । জয়কে আইসিইউতে ভর্তি করা হয় । কিন্তু দুর্ভাগ্য ক্রমে ৯ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এদিকে জয় মহাপাত্রের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ভাঙ্গাডহর ও আশপাশের এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও সহপাঠীরা একে কট্টর ইসলামি মতাদর্শের কারনে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন । যদিও আজ শনিবার পর্যন্ত ঘাতক জিহাদি আমিরুল ইসলামকে মহম্মদ ইউনূসের পুলিশ গ্রেপ্তার করেনি বলে জানা গেছে ।।

