এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০১ জানুয়ারী : বাংলাদেশে ফের এক হিন্দু ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা ঘটেছে । এবারে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেহরভাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় খোকন দাস নামে এক ব্যবসায়ী এই হামলার কবলে পড়েছেন । প্রথমে ধারাল ছুরি দিয়ে তার পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে দেয় হামলাকারীরা । তারপর মৃত্যু নিশ্চিত করতে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । তার আগে খোকনবাবুর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন । জানা গেছে, খোকন দাস স্থানীয় বাজারের একজন বিশিষ্ট ফার্মেসি এবং বিকাশ-নগদ এজেন্ট ব্যবসায়ী।
জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে দিনের বেচাকেনার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন খোকন দাস। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে বাড়ির খুব কাছেই ওৎ পেতে আছে জিহাদিদের দল । তিনি বাড়ির সীমানার কাছাকাছি পৌঁছামাত্রই তিনজনের একটি সন্ত্রাসী দল তার পথ আটকায় ।কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা খোকন দাসের পেটে ধারালো ছুরি চালিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাত এতটাই নৃশংস ছিল যে, তার পেটের নাড়িভুঁড়ি শরীর থেকে বেরিয়ে আসে। যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা সেখানেই ক্ষান্ত হয়নি। সঙ্গে আনা পেট্রোল তার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তার মুখমণ্ডল ও শরীর গ্রাস করে।
খোকন দাসের পরিবার ও স্থানীয়দের অনুমান, মূলত ব্যবসায়িক টাকা ছিনতাই করতেই এই হামলা চালানো হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা খোকন দাসের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং তার ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এর পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
এদিকে আগুনে পোড়া শরীর ও পেটের গভীর ক্ষত নিয়ে খোকন দাসের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা দেখে শিউরে ওঠেন। পেটের গভীর ক্ষত এবং শ্বাসনালীসহ শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বা উন্নত কোনো হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এদিকে হিন্দুদের উপর একের পর এম এই রকম নৃশংস বর্বরোচিত জিহাদি হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।।

