এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,৩০ নভেম্বর : বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর শারীরিক অসুস্থতার কারনে হাসপাতালে চিকিৎসাধীন । তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় রাজধানী ঢাকার শ্রী শ্রী রমনা কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সেকুলারদের উদ্যোগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে খালেদার রোগমুক্তির জন্য দেবী কালীর কাছে প্রার্থনা করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। তিনি বলেন,’দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই প্রার্থনা সভা সকল ধর্মের মানুষকে ঐক্যের বার্তা দেবে।’ তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রান্তিক বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস। তিনি বলেন,’অসুস্থতার মধ্যেও দেশনেত্রী মানুষের কল্যাণে সদা সচেষ্ট। আমরা তার সমগ্র সুস্থতার জন্য দেবীর কাছে আন্তরিক প্রার্থনা করেছি।’
পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর বসু এবং সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা জানান, দেশের যে কোনো নেতার অসুস্থতার সময়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রার্থনা করা সনাতন ধর্মাবলম্বীদের চিরাচরিত অভ্যাস।
প্রার্থনা অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। নেতা-কর্মী ও উপস্থিত ভক্তরা দনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও উন্নতির জন্য প্রার্থনা করেন।রমনা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আধ্যাত্মিক আয়োজনটি শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
প্রসঙ্গত,বিএনপি হল কট্টর ইসলামি মৌলবাদী রাজনৈতিক দল । বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনে জামাত ইসলামির পাশাপাশি বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সেদেশের হিন্দুরা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থক হলেও দলের মুসলিম নেতারা কট্টর হিন্দু বিদ্বেষী । দলগুলির একটাই লক্ষ্য,বাংলাদেশকে ১০০ শতাংশ ইসলামি রাষ্ট্র বানানো ও ইসলামি শরিয়া শাসন লাগু করা ।।

