এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ নভেম্বর : রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে নজির বিহীন সংঘাতে জড়িয়েছে হুগলি জেলার শ্রীরামপুরের সাংসদ ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ ব্যানার্জি । রাজ্যপাল ও কল্যাণ পরস্পরের বিরুদ্ধে এফআইআর ও পালটা এফআইআর দায়ের করেছেন । কিন্তু রাজ্যপালের এফআইআর দায়ের করার এক্তিয়ার থাকলেও, কল্যাণের কি রাজ্যপালের বিরুদ্ধে আদপেই এফআইআর দায়ের করার এক্তিয়ার আছে ? এনিয়ে প্রশ্ন তুলে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তৃণমূল সাংসদকে কল্যাণ ব্যানার্জিকে “মহকুমা কোর্টের গরুচুরির কেস” লড়া উকিল বলে কটাক্ষ করেছেন ।
প্রসঙ্গত,রাজ্যপালের সঙ্গে সংঘাতের সূত্রপাত কল্যাণের একটি মন্তব্যকে ঘিরে । আসলে, গত শনিবার চঁচুড়ায় ‘তৃণমূলের লিগ্যাল সেলের’ একটি সভায় কল্যাণ দাবি করেছিলেন রাজভবনের অন্দরে নাকি বোমা-বন্দুক মজুত রয়েছে এবং সেগুলি বিজেপিকে উনি সরবরাহ করছেন । এরপরই গত সোমবার বম্ব স্কোয়াডকে রাজভবনে ডাকেন রাজ্যপাল । সিআইএসএফ ও রাজ্যপুলিশকে দিয়ে খোঁজানো আগ্নেয়াস্ত্র ও বোমা । যদিও কোনো বোমা বন্দুকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি । পরের দিন মঙ্গলবার রাজভবনের তরফে তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট এফআইআর দায়ের করা হয় থানায়। কল্যাণের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকে উস্কে দেওয়া অর্থাৎ বিএনএস এর ১৫১, ১৫২ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে । একই সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য ভারতীয় ন্যায় সংহিতায় ১৯৭ নং ধারা নিয়ে আনা হয়েছে। পাশাপাশি, সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগ, বিএনএস-এর ১৯৬-এর ১ (এ) ধারা আনা হয়েছে। পাশাপাশি জনমতের আতঙ্ক সৃষ্টি অর্থাৎ বিএনএস-এর ১৫৩ ১ (বি), ১৫৩ ১( সি), ১৫৩ (২) আনা হয়েছে।
তারপরেই রাজ্যপালের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় পালটা অভিযোগ জানান কল্যাণ ব্যানার্জি । রাজ্যপালের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তৃণমূল সাংসদের। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে দিয়ে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তথাগত রায় । তিনি এক্স-এ লিখেছেন,”কোনো মহকুমা কোর্টে যে সব উকিল শুধু গরুচুরির কেস করে তারাও বোধ হয় জানে যে সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ও কোন রাজ্যপালের বিরুদ্ধে কোন ক্রিমিনাল কেস করা যায় না । জানে না শুধু উকিল -নামধারী তৃণমূলের চু-কিৎকিৎ থলথলে ভাঁড় ।”
Author : Eidin.

