শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : আজ শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হলেন এক বাইক আরোহী যুবক । গুরুতর আহত হয়েছেন মৃতের এক সহযাত্রী । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় সরকার(৩৪) এবং আহত হয়েছেন মৃতের সমবয়স্ক অজয় সরেন নামে এক যুবক । তাদের বাড়ি মন্তেশ্বর থানার পিপলন পঞ্চায়েতের অন্তর্গত খাদড়াগ্রামে । আহত যুবক বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।
স্থানীয় সূত্রে খবর,যাত্রীবাহী বাসটি সাতগেছিয়া থেকে মেমারীর দিকে আসছিল । অন্যদিকে দুই বন্ধু সঞ্জয় সরকার ও অজয় সরেন মেমারী থেকে সাতগেছিয়া মুখে যাচ্ছিলেন । সকাল প্রায় ৭ টা নাগাদ বাইক ও বাসটি কেষ্টপুর মোড়ের কাছে আসতেই মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাইকটি কার্যত তালগোল পাকিয়ে যায় । বাইক আরোহী দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েন। দু’জনেরই মাথায় হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত লাগে । স্থানীয় টোটো চালকরা তাদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসেন । কিন্তু কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় সরকারকে মৃত ঘোষণা করেন৷ অজয় সরেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কথায় বাইকটি ভুল দিকে চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ ঘাতক বাস ও তালগোল পাকিয়ে যাওয়া বাইকটি আটক করেছে ।।

