এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৮ সেপ্টেম্বর : বিগত দু’দিন ধরে রাতের অন্ধকারে জনবহুল রাস্তার পাশে কেউ বা কারা ফেলে দিয়ে যাচ্ছে হাসপাতালের বর্জ্য সামগ্রী । ঘটনাটি বাঁকুড়া শহর সংলগ্ন এলাকায় । স্থানীয়দের অভিযোগ, কাটজুড়িডাঙ্গা- মানকানালী সড়ক পথের পাশেই ফেলে দিয়ে যাওয়া হচ্ছে সেলাইনের খালি বোতল, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্চ,রক্ত মাখা তুলো, পরীক্ষিত রক্ত, ব্যবহৃত সার্জারিক্যাল গ্লাভসসহ বিভিন্ন বর্জ্য সামগ্রী । ফলে রোগ সংক্রমনের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা । বিশেষ করে করোনা পরিস্থিতির মাঝে রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী বস্তাবন্দি করে ফেলে যাওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে,কাটজুড়িডাঙ্গা- মানকানালী সড়ক পথটি এলাকার অন্যতম একটি জানবহুল রাস্তা । এই সড়ক পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হাটেবাজারে যাতায়ত করেন ছাত্রছাত্রী এই সড়ক পথ দিয়ে সাইকেল,বাইক ও পায়ে হেঁটে টিউশন পড়তে যায় । কিন্তু দিন দুয়েক ধরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ছে রাস্তার পাশে পড়ে রয়েছে বস্তাবন্দি হাসপাতালের বর্জ্য সামগ্রী । তবে কে বা কারা ফেলে যাচ্ছে তা টের পাচ্ছেন না স্থানীয় গ্রামবাসীরা । কারন রাতের অন্ধকারে চুপিসারে বস্তাবন্দি করে ওই সমস্ত সামগ্রী ফেলে দিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দা তমোঘ্ন সিনহা, বিকাশ ঘোষ, স্কুল ছাত্র সূর্য রানারা বলেন, ‘এলাকার মানুষরা মূলত এই সড়ক পথ দিয়েই হাঁটাচলা করেন । এছাড়া এই পথ দিয়েই মাঠে খেলাধুলা করতে যায় এলাকার ছোটোছোটো ছেলেমেয়েরা । এদিকে রাস্তার পাশে ফেলে যাওয়া হাসপাতালের ওই সমস্ত বর্জ্য সামগ্রী কুকুর,কাকে মুখে করে টানাটানি করছে । রাস্তার উপরে ফেলছে । তার উপর দিয়েই আমরা চলাচল করতে বাধ্য হচ্ছি । ফলে রোগ সংক্রমনের আশঙ্কা সর্বদা থেকেই যাচ্ছে । বিশেষ করে করোনা সংক্রমণ নিয়ে আমরা খুব চিন্তিত ।’ তাঁদের আবেদন, এভাবে রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ফেলা বন্ধ করুক প্রশাসন ।।